17.07.2021 🌺🌺রাজগঞ্জ অক্সিজেন ব্যাংক🌺🌺 মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামের করোনা আক্রান্ত রোজিনা বেগম এবং মশ্বিমনগর গ্রামের করোনা আক্রান্ত রফিকুল ইসলামকে অক্সিজেন সহায়তা দিয়েছে রাজগঞ্জ অক্সিজেন ব্যাংক।স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।এটি আমাদের প্রথম কাজ ছিলো।এসময় উপস্থিত ছিলেন আবু মুসা,মানবিক সহায়তা গ্রুপের সমন্বয়ক এস.এম.ওয়ালিউজ্জামান ,তমাল,রমজান সহ স্বেচ্ছাসেবক টিম। বাসায় বসে ফ্রি অক্সিজেন সেবা পেতে যোগাযাযোগ করুন প্রকৌশলী আবু হাসান +880 17 1124 3880 প্রকৌশলী এস.এম.ওয়ালিউজ্জামান +8801723745684