Event Details

  • Event
  • 28-May-2021

RAESA রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্রসমিতির অফিস উদ্বোধন করা হয়েছে।

উপস্থিত ছিলেন সভাপতি মিসেস নুরুন্নাহার(আমেরিকা), যুগ্ম সম্পাদক (অর্থ)প্রকৌশলী আবু হাসান(প্রধান প্রকৌশলী , ওজোপাডিকো),যুগ্ম সম্পাদক (আইসিটি) প্রকৌশলী এস.এম.ওয়ালিউজ্জামান,যুগ্ম সম্পাদক(অফিস) আবু মুসা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান,ব্যাচ লেডার তমাল,মারুফ,প্রান্ত সহ আরও অনেকে।