Event Details

  • Event
  • 12-Mar-2023

রাজগঞ্জে রেসার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর-২০২২) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের (রেসা) উদ্যোগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রাজগঞ্জ অঞ্চলের বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধিদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, প্রধান শিক্ষক মাসুদ কামাল,কবি আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্মসম্পাদক(আইসিটি) প্রকৌশলী এস.এম.ওয়ালিউজ্জামান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটি সমাজ কল্যান সম্পাদক মুজিবুর রহমান,রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও রেসার প্রতিষ্ঠাতা সদস্য এস এম রবিউল ইসলাম রবি, শরিফুল ইসলাম চাকলাদার, রেসার দপ্তর সম্পাদক শিক্ষক মোঃ আবু মুসা, ব্যাচ লেডার রমজান আলী,ব্যাচ লেডার ফিরোজ আহমেদ,রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মশিয়ার রহমান খাঁন সহ রেসার অন্যান্য নেতৃবৃন্দ।