নোটিশ

  • Notice
  • 21-Dec-2025

রাজগঞ্জে বিনামূল্যে ক্যান্সার ও নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে

রাজগঞ্জে বিনামূল্যে ক্যান্সার ও নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প–২০২৫। এই ক্যাম্পে নাক, কান, গলা ও ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে। আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এই ক্যাম্পে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিজ্ঞ ও খ্যাতনামা নাক-কান-গলা বিশেষজ্ঞ এবং ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। ক্যাম্পে নাক, কান ও গলার সাধারণ রোগ, গলা ব্যথা, টনসিল, গলগন্ড, মুখে ঘা, জিহ্বায় ঘা, গলার ক্যান্সার, শ্বাসনালির ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, নাক দিয়ে পানি পড়া, নাক বাঁকা হওয়া, শ্বাসকষ্ট, মাথাব্যথা, মাথা ঘোরা এবং নাক-কান-গলার বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় রোগীরাই এ সেবা গ্রহণ করতে পারবেন।

চিকিৎসা ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. মোঃ আবু হানিফ, অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. মোঃ মাহফুজুর রহমান, অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন, অধ্যাপক ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করছে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি। সহযোগিতায় রয়েছে ফাউন্ডেশন স্পেশালাইজড ক্যান্সার হাসপাতাল এবং হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন।

আয়োজকরা আরও জানান, রোগীদের চিকিৎসা গ্রহণের জন্য পূর্ব নিবন্ধন প্রয়োজন। নিবন্ধন ছাড়া কাউকে চিকিৎসা দেওয়া হবে না। আগ্রহী রোগীরা নির্ধারিত মোবাইল নম্বরে (01819977771) এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।