১৬.০৭.২০২১ “রাজগঞ্জ অক্সিজেন ব্যাংক” সার্বিক পরিচালনায়: রাজগঞ্জ হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি। রাজগঞ্জ অক্সিজেন ব্যাংকের কার্যক্রম আজ থেকে শুরু হতে যাচ্ছে।করোনা আক্রান্ত যেকোনো রোগী শ্বসকষ্টে ভুগলে তাৎক্ষনিক সাপোর্ট পাওয়া যাবে এই অক্সিজেন ব্যাংক থেকে । স্বেচ্ছাসেবক ট্রেনিং: মানবিক সহায়তা গ্রুপ , যশোরের প্রেসিডেন্ট প্রকৌশলী এস.এম.ওয়ালিউজ্জামান এবং সহকারী সার্জন ডা: রিফাত মোসাব্বীরের যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সব ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।সম্পুর্ন ফ্রী তে এই ট্রেনিং হবে। ট্রেনিংপ্রাপ্ত স্বেচ্ছাসেবক টিম রোগীর বাসায় সম্পুর্ন বিনামুল্যে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিবে। রাজগঞ্জ হাইস্কুলের প্রাক্তন ছাত্রসমিতির যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবু হাসান ৮ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছেন রাজগঞ্জ অক্সিজেন ব্যাংক কে। মানবিক সহায়তা গ্রুপ যশোরের প্রেসিডেন্ট প্রকৌশলী এস.এম.ওয়ালিউজ্জামান তার সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সুরক্ষা সামগ্রী অতি দ্রুত হস্তান্তর করবেন।পালস অক্সিমিটার প্রদানের আশ্বাস দিয়েছেন সহকারি সার্জন ডা: রিফাত মোসাব্বির । স্বেচ্ছাসেবক হিসাবে যে কেউ যোগ দিতে পারবেন।স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।সহযোগিতা পাঠানো যাবে এই ঠিকানায়: RAJGONJ high school EX student association. Sonali Bank, RAJGONJ Branch. A/C no:2329101023833 . বি.দ্র. অক্সিজেন ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে রাজগঞ্জ হাইস্কুল প্রাক্তন ছাত্রসমিতির অফিস থেকে । যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন ১.প্রকৌশলী আবু হাসান +880 1711-243880 ২.এস.এম.ওয়ালিউজ্জামান 01723745684 অন্য কোনো সংগঠন কাজ করতে চাইলে তাদেরকে সহযোগিতা করবে রাজগঞ্জ অক্সিজেন ব্যাংক।